সুন্দর ব্যবহার মানুষকে সম্মানিত করে পর্ব-৬ (ফিরেএসো)

সুন্দর ব্যবহার মানুষকে সম্মানিত করে

বৈষয়িক সম্পদ থাকলে, আমরা  প্রায়ই বলি, ‘আমরা ভাগ্যবান।’ কিন্তু সর্বশক্তিমান (আল্লাহ) প্রকৃত অনুগ্রহ যদি আমাদেরকে গণনা করতে হতো, তবে আমরা নিদারুণ-ভাবে ব্যর্থ হতাম।

মুনাফিক বা প্রতারক হবেন না। অনেকেই তাদের বন্ধুর সামনে ভালে কথা বলে, আবার ঐ বন্ধুর পিছনে তারাই নিন্দা ও বাজে কথা বলে বেড়ায়।

দয়ার সাথে উপদেশ দিবেন। আন্তরিকতা ও ধৈর্যের সাথে আপনি এই কাজটি করবেন। অন্যের থেকে আপনি সেরা কিংবা বুদ্ধিমান, এটা প্রমাণ করতে মানুষকে দয়া দেখাবেন না।

আপনি যখন অভাবীকে দান করেন, তখন সেটা নিয়ে বড়াই করবেন না, কিংবা লোকদের কাছে সেটা বলে বেড়াবেন না। অন্তর থেকে সাহায্য করুন।সাহায্যপ্রার্থীকে ভিক্ষুক মনে করবেন না। এটা মানবিক মর্যাদা। 

সমালোচনা, নিন্দা করা এবং অভিযোগ করাটা বেশ সহজ। অনেকেই এটা করতে পছন্দ করে। অন্যকে গড়ে তুলতে হলে, একটি সুন্দর আত্নার প্রয়োজন, তাই [ অন্যের প্রতি] দয়া ও সহানুভূতি দেখান। 

মন পরিবর্তনের মুহূর্তগুলো


অন্যকে সাহায্য করা এবং তাদের প্রতি সদয় হওয়া মহৎ গুন। কিন্তু কখনো লোকদেরকে এটা মনে করিয়ে দিবেন না যে, তাদের জন্য আপনি কি কি কাজ  করেছেন। এটা আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয়।

সকল সমস্যার সমাধান সর্বশক্তিমান (আল্লাহর) কাছে রয়েছে। কিন্তু সবাই আল্লাহর কাছে চাওয়া প্রয়োজনীয়তা অনুভব কনে না। আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সমস্যার সমাধান চান। তিনিই শোনেন এবং তিনিই উত্তর দেন।

কৃপন হওয়া এবং দানশীল হওয়া কেবল ধনসম্পদে সীমাবদ্ধ নয়। বরং অন্তরের সাথেই এটার যাবতীয় সম্পর্ক। অন্যের ব্যাপারে আপনি কতটা চিন্তা-ভাবনা করেন [ সেটাও এটার অন্তর্ভূক্ত]।

নিয়তের ব্যাপারে সচেতন হন। এটাকে আন্তরিক রাখুন। লোকদেরকে সন্তষ্ট করতে কখনো কোনো কাজ করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অন্যের সাথে লেনদেনে আল্লাহ আমাদেরকে ঠিক পথে চালিত করুন।

আপনি কি সিন্ধান্ত নিয়েছেন, অন্যের কাছে সেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আপনার নিয়ত সম্পর্কে আপনিই অবগত। নিয়তকে পবিত্র রাখুন। সর্বশক্তিমান (আল্লাহ) সবকিছু জানেন সেটাই যথেষ্ট।

আন্তরিকতার সাথে কথা বলুন

জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক না কেন, আপনার পাড়ি দেয়া পথ যারা অতিক্রম করেছে, সেসব লোকের সাথে সুন্দর ও ভদ্র আচরণ করুন। বিষেশ কারণে সর্বশক্তিমান (আল্লাহ) তাদেরকে সেখানে রেখেছেন। আল্লাহই সবকিছু জানেন।

মানুষ যদি আপনাকে মনে নাও রাখে, তথাপি এটা দুশ্চিন্তা করবেন না। সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে ভুলে যাননি। তিনি সবকিছু জানেন। আন্তরিকভাবে যা করেন, তার সবকিছু আল্লাহর জন্য নিবেদন রাখুন। 

নিষ্ঠুর সত্য হচ্ছে, লোকদেরকে আপনার সেরাটা দিলেও, তারা কখনো সন্তষ্ট হবে না। বাস্তবতা এমনই। তথাপি আপনি নিজের সেরাটা দিয়ে যান। কেবল আল্লাহকে রাজি করতে কাজ করে যান। 

যখন কেউ  ভালোকাজ করে এবং সফল হয়, তখন ঐ লোকের জন্য আনন্দিত হন। আপনার হাতে ক্ষমতা থাকলেও, তাকে নিচে নামানোর চেষ্টা করবেন না। এর মাধ্যমেই পবিত্র অন্তরের প্রকাশ ঘটে।

অনেকেই  কৃত্রিম হাসি দেয়। তারা আপনার সামনে হাসি দিবে, কিন্তু আপনার পিছনে নিন্দা  সমালোচনা ঝড়  বইয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে এসব থেকে হেফাজত করুন। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.