ভালোবাসা নিয়ে সেরা উক্তি পর্ব-১ (ফিরেএসো)

ভালোবাসা নিয়ে সেরা উক্তি

কোনো ব্যাপারে হুমকি খাবেন না, কেননা সর্বশক্তিমান (আল্লাহর) পরিকল্পনা সব সময়ই নিখুঁত। জীবনের প্রতিটি পদেক্ষেপেই শিক্ষনীয় উপদেশ রয়েছে। জেনে রাখুন, আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা করে যাচ্ছেন।

যে ধরনের ব্যক্তিকে বিবাহ করবেন, তার উপর নির্ভর করে, আপনি কেমন প্রকৃতির সন্তান পাবেন। তাই উত্তম জীবন-সঙ্গী বাছাইয়ের মাধ্যমে আপনার অনাগত (বা জন্ম নেয়া) সন্তানের প্রতি অনুগ্রহ করুন।

লোকজন যদি হাসি ছাড়াই, ‘লুল’ (Lol)শব্দ ব্যবহার করতে পারে, ঠিক তেমনি ভালোবাসা ছাড়াই তারা বলতে পারে, ‘আই লাভ ইউ: আমি তোমাকে ভালোবাসি।’ তাই ধোঁকা খাবেন না।

প্রায়শই আমরা পরিবারকে যথাযথ ভাবে মূল্যায়ন করি না। বরং পরিবারের চেয়ে বন্ধুদেরকে প্রাধান্য দেই। পরিবারের লোকজন আপনার জন্য স্বার্থহীনভাবে যেসব ত্যাগ করেছে, সেসব ত্যাগকে কখনো ভুলে যাবেন না।

জীবন চলতে গেলে আপনার যদি মনে হয়, পথ চলা বেশ কষ্টকর, তবে জেনে রাখুন, সর্বশক্তিমান (আল্লাহ) সকাল জিনিসের পিছনে কোনো না কোনো কারণ রেখেছেন। প্রতিটা পরীক্ষার পিছনেই একটি উদ্দেশ্য থাকে। আর এটা আমাদের আনন্দ দেয়ার কথা।

আপনি যদি অনুভব করেন, আপনার অন্তর ভেঙ্গে চুরমার হয়ে গেছে এবং পরিস্থিতি বোধগম্য না হওয়ায় আপনি হতাশ হয়ে আছেন, তবে দুই হাত তুলে সর্বশক্তিমান (আল্লাহর) কাছে ফরিয়াদ জানান। যদি বেশি মর্মাহত হয়ে থাকেন, শব্দ উচ্চারণের দরকার নেই। নীরবে অন্তর দিয়ে [আল্লাহর সাথে] কথা বলে যান।

সমাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহকে আপনি যেরুপ দেখেন, সেটাকে সত্য মনে করবেন না। এটা সত্য নয়। এটা কঠিন কাজ। [সম্মান ]দিন এবং [সম্মান গ্রহন] করুন ধৈর্য ধরুন এবং ত্যাগ স্বীকার করুন।

কিভাবে আল্লাহর ভালোবাসা পাবেন!


সামনে কি আছে, আমরা তা জানি না। তাই আমরা চিন্তিত হয়ে পড়ি । কিন্তু চিন্তিত হওয়ার কি প্রয়োজন আছে, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন? আল্লাহর উপর ভরসা করার সৌন্দর্যই এটা।

শত ভুলের পরও আমরা নিজেদেরকে ভালোবাসি। তেমনটি যদি হয়, তবে এক বা দুটো ভুলের জন্য আমরা অন্যকে ঘৃণা করি?

আপনি পরিবারের লোকদেরকে ভালোবাসেন, পরিবারকে সদস্যদেরকে এটা বলতে লজ্জা পাবেন না। দৃঢ় ও শক্তিশালী বন্ধন তৈরি করতে সদয় আচরণ ও উপদেশ  বেশ  উপকারীতা।

অন্যের জন্য দোয়া করুন। স্বার্থপর হবেন না এবং শুধু নিজের জন্য দোয়া করবেন না। নিজের জন্য যা আশা করেন, অপরের জন্য তাই আশা করুন। আপনার অন্তরকে ভালোবাসা দিয়ে বড় করে ‍তুলুন।

সবকিছু কোনো না কোনো কারণে হয়ে থাকে। এমনকি যেসব জিনিস আমাদেরকে দুঃখিত করে, সেসবের মাঝেও উপদেশ  রয়েছে। সেসব থেকে উপদেশ গ্রহন করুন এবং সর্বশক্তিমান (আল্লাহর) প্রতি কৃতজ্ঞ হন। 

[আপনার আচরণে] অন্যরা যেন নিজেদেরকে তুচ্ছ না ভাবে। নিজেকে সেরা মনে করে, অন্যদের দূরে সরিয়ে দিবেন না, কিংবা তাদেরকে উপক্ষো করবেন না। সর্বদা লোকদেরকে তাদের আত্নমর্যাদার ব্যাপারে সচেতন করুন।

ভালোবাসতে পূর্ণ অন্তর, সর্বদা শুনতে প্রস্তত কান এবং যেকোনো সময় অন্যকে সাহায্য করতে উদগ্রীব হয়ে থাকা হাতের চেয়ে অর্থবোধক জিনিস আর কি থাকতে পারে?

সত্যিকারভাবে যখন অন্যের মঙ্গল চান এবং অন্তর দিয়ে যখন আপনি তাদের প্রতি হিংসা পোষণ করেন না এবং তাদের জন্য সেরাটা কামনা করেন, তখন সত্যিকার অর্থে আপনি [আল্লাহর] আর্শীবাদ লাভ করেন। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.