নিজেকে তৃপ্ত করার সহজ পন্থা পর্ব-৩
নিজেকে তৃপ্ত করার সহজ পন্থা
কাজে দক্ষ হলে, লোকজন আপনার সমালোচনা এবং উপহাস আরম্ভ করবে। এমনকি তারা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বানানো এবং গুজব রটাবে। সামনে এগিয়ে যান। সর্বশক্তিমান (আল্লাহ ) সবকিছু জানেন।
যতই ভালো মানুষ হন না কেন, লোকজন আপনার বিরুদ্ধে কুৎসা ও জক্রান্ত করেই যাবে। কিন্তু আল্লাহ পাশে থাকলে,চিন্তার কোনো কারণ নেই। তিনিই উত্তম পরিকল্পনাকারী।
বাজারে নতুন ডিজাইনের জামা আসলে, লোকজন যদি সেসব নিয়ে মাতামাতি করে,তবে আপনি তা নিয়ে মাথা ঘামাবেন না। মনে রাখবেন, ছেঁড়া জামার নিচেও সবচেয়ে সুন্দর অন্তর দিন কাটাতে পারে।
দুানিয়া ক্ষমতা টাইটেলের পিছনে ছুটবেন না। এসব মুখ্য জিনিস নয়। আপনি বড় মাপের আইকন (তারকা) হতে পারেন, কিন্তু মৃত্যুর ফেরেশতার কাছে আপনি কেবল নতুন আরেকটি নাম।
একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং আজকের এই কাঙ্ক্ষিত অবস্থানে আসতে, যেসব ক্ষুদ্র জিনিস সহায়ক ভূমিকা পালন করেছে, সেসবের জন্য সর্বশক্তিমান (আল্লাহকে) আপনি ধন্যবাদ জানাবেন।
যারা কখনো তৃপ্ত হয় না, তাদের ব্যাপারে সর্তক হয়ে যান। শয়তান তাদেরকে ক্রমাগত না পাওয়া জিনিসের কথা স্বরণ করাতে থাকে। তাই তাদের অন্তরে কোনো শান্তি নেই।
প্রতিটি জিনিসের পেছনে কোনো না কোনো কারণ থাকে। এটাতে কোনো সন্দেহ রাখবেন না। সর্বশক্তিমান (আল্লাহ) উত্তম পরিকল্পনাকারী । নিজের ঈমানকে শক্ত ও দৃঢ়ভাবে আঁকড়ে রাখুন। জীবনের সকল পরিস্থিতি মোকাবেলা শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন।
আপনার অর্জনের তালিকা হয়তো ‘ এ (A)’ থেকে ‘জেড (Z)’পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু শেষ অবধি, কেবল আপনি , আপনার কর্ম এবং সর্বশক্তিমান (আল্লাহ) রয়ে যান। মহান আল্লাহ আমাদেরকে সুখকর সমাপ্তি দান করুন।
আপনার জীবনের আদি-অন্ত জানাটা সকলের জন্য আবশ্যক নয়। নিজের পরিচিতি সীমিত রাখুন। এর মাধ্যমে নিজেকে আপনি নানা ধরণের অপ্রয়োজনীয় সমস্যা থেকে নিরাপদ রাখতে পারবেন।
No comments