ভুল থেকে কিভাবে শিখবেন? পর্ব-৪

ভুল থেকে কিভাবে শিখবেন?

শোরগোল ও হৈচৈকারী লোকজন, যারা আপনার আশেপাশে নাটক তৈরি করে, তাদেরকে পরিত্যাগ করুন। আপনার অন্তরে  স্বস্তি ও শান্তি বজায় রাখুন। তাদেরকে আনন্দিত করবেন না। 

আমরা মানুষ, তাই ভুল করি। ভুল থেকে শিখুন। ভুল আমাদেরকে ব্যর্থ করে না। উপরে উঠে দাঁড়ান এবং সামনে এগিয়ে যান। নষ্ট করার মতো কোনো সময় হাতে নেই । 

চেষ্টা না করলে আপনি কিছুই পাবেন না । আপনি যদি সর্বশক্তিমান (আল্লাহ) নৈকট্য লাভ করতে চান, তবে প্রতিদিনের জন্য একটি লক্ষ্য ঠিক করুন। সামনে এগিয়ে যেতে নিজের উপর চাপ ‍দিন। ধারাবাহিক হন।

চলার পথে যেসব পরীক্ষা আসে,সেসব আমাদেরকে নম্র ও বিনয়ী বানাতে আসে, কেননা পরিস্থিতি ভালো থাকলে আমরা অহংকারী হয়ে উঠি। ভালো ও মন্দের জন্য তাই আল্লাহকে ধন্যবাদ দিন। 

সর্বোচ্চ শ্রম দিন এবং বাকিটা সর্বশক্তিমান (আল্লাহর) উপর ছেড়ে দিন। আমরা যা আশা করি, তা না পেলে হতাশ হয়ে পড়ি। জেনে রাখা উচিত,সর্বশক্তিমান (আল্লাহ) আমাদের জন্য আরও উত্তম পরিকল্পনা করে রেখেছেন। 

আপনার জীবন হয়তো তেমন সমৃদ্ধ নয়,কিন্তু আপনারই এক বন্ধুর দিনকাল বেশ ভালোই চলছে। এটা যেন আপনাকে পরশ্রীকাতর না বানায়। বন্ধুর জন্য সুখ অনুভব করার মতো পরিপক্ক মানুষ হন। 

আশেপাশে লোকজন আপনার চালচলন বুঝতে না পারলে, সেটার জন্য মন খারাপ করবেন না। আপনার এবং সর্বশক্তিমান (আল্লাহর ) মাঝে যতক্ষণ সম্পর্ক ঠিক রয়েছে, ততক্ষণ আপনি ঠিক পথেই আছেন।

দুর্বলতা, ভুল ও ব্যর্থতা বেশিক্ষণ স্থায়ী হয় না। আল্লাহর উপর সত্যিকার ভরসা রেখে সামনে এগিয়ে যান। সর্বশক্তিমান (আল্লাহ) কষ্টের পর আমাদেরকে সুখের প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনি যদি সত্যিকার অর্থে ধনী হতে চান, তবে নিজের অন্তরকে পবিত্র করুন। অন্তর থেকে সমন্ত মন্দ অনুভূতি দূর করুন। এবং সর্বশক্তিমান (আল্লাহর) অসন্তষ্টিকে ভয় করে। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.