অন্যের জন্য নিজের জিবনকে কঠিন করে তুলবেন না পর্ব-৫

অন্যের জন্য নিজের জিবনকে কঠিন করে তুলবেন না

আল্লাহর কাছে যা চাই, তা না পেলে আমরা হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি। (আল্লাহ) আমাদেরকে পরিত্যাগ করেছেন। মনের মাঝে তখন না সংশয় চলে আসে। এটা শয়তানেরেই কাজ।

আপনি যে পথেই চলুন না কেন, সর্বসক্তিমান (আল্লাহর) উপর যদি পূর্ণ আস্থা রাখেন, তবে পথ যতই বড় বাধা আসুক না কেন, তিনি আপনাকে ঠিকই গন্তব্যে পৌঁছাবেন। 

জীবনের যতই উপরে উঠবেন, ততই নিচে পতিত হবেন। কিন্তু অন্তরে যদি বিনয় থাকে, তবে সেটা আপনাকে পতন থেকে রক্ষা করবে এবং এতে করে, আপনি ভয়াবহ ক্ষতি থেকে বেঁচে যাবেন।

আমরা এমন এক যুগে বাস করি, যেখানে সময়কে আমরা বেহুঁদা কাজে নষ্ট করি। আপনার জীবনকে মোহাচ্ছন্ন এবং গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরির সুযোগ কখনো মনঃসংযোগ নষ্টকারী জিনিসকে দিবেন না। 

আপনি যদি সংগ্রাম চালাতে থাকেন এবং ভাবছেন, যেকোনো মুহূর্তে হাল ছেড়ে দিতে পারেন,তারপরেও ঐরুপ কঠিন পরিস্থিতিতে হতাশ হবেন না। আজকের দিনটি নতুন আরেকটি দিন। আশাকে বাঁচিয়ে রাখুন। হয়তো আজকেই আপনি কাঙ্খিত সেই সুযোগ পেয়ে যাবেন। 

অন্যের কারণে জীবনকে কঠিন করে তুলবেন না। নীতির সাথে আপোষ না করে, জীবনকে সহজ করার চেষ্টা করুন। আল্লাহ আপনার জীবন থেকে কষ্টকে লাঘব করবেন। 

এটা কোনো  বৈষয়িক বিষয়, ধন ও খ্যাতির ব্যাপার নয়। এটা সর্বদাই অন্তরের ব্যাপার সর্বশক্তিমান (আল্লাহ) কখনো চেহারার দিকে তাকান না, বরং তিনি সর্বদা অন্তরের দিকে তাকান।

যদি পরিবর্তন আনতে চান, তবে প্রথম পদক্ষেপটি আপনি নিন। বাকিটা সর্বশিক্তিমান (আল্লাহর ) উপর ছেড়ে দিন। পরিবর্তন হয়তো আজ বা কাল আসবে না, কিন্তু এটা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

জান্নাত পেতে চাইলে, কেবল মুখ দিয়ে বুলি আওড়ালে চলবে না। কঠিন পরিশ্রম ও জীবনব্যাপী চ্যালেঞ্জের জন্য তৈরি হতে হবে। নিজের লালসার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। সহজ কোনো পথ নেই।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.