ব্যর্থ, তুমি আবারও ব্যার্থ ! পর্ব-৬

ব্যর্থ, তুমি আবারও ব্যার্থ !

দুনিয়ার ভোগ বিলাসের মাঝে জীবন কাটিয়ে আপনি পূর্ণরুপে সন্তষ্ট ও সুখী মানুষে পরিণত হবেন, এমনটি ভেবে বোকামি করবেন না। আপনি সকল চাহিদা পূরণ করতে পাবেন না, তাই কখনো সুখীও হবেন না।

ব্যর্থ,তুমি আবারও ব্যর্থ। [এতে করে] আপনার মাঝে নিবুনিবু করে জ্বলতে থাকা আশার আলোটাও নিভে যায়। এটা এমন এক কুন্ত্রণা, যেটা শয়তান আমাদের অন্তরে প্রবেশ করায় এবংএভাবে সে আমাদেরকে সর্বশক্তিমান (আল্লাহ) থেকে দূরে সরিয়ে দিতে চায়। 

আমরা সর্বশক্তিমান (আল্লাহর ) ইবাদত বিলম্ব করি এবং তা পিছিয়ে দেই অনেকেই এমনটি করে। অথচ সংসারের টুুকিটাকি জিনিস কখনো আটকে থাকে না। থামুন! আল্লাহ সবকিছু কেড়ে নিতে পারেন। এমনকি যেকোনো মুহূর্তে তিনি আমাদেরকেই তুলে নিতে পারেন। 

খ্যাতির পিছনে ছুটবেন না। এটা অন্যের মনোযোগ আর্কষণ করার  লোভের মতো। এটা আপনাকে আসক্ত  করবে নিজেকে আপনি কখনই ‘প্রকৃত মানুষ’ মনে করে করবেন না, যদি না সকলে আপনাকে স্বীকৃতি দেয়।

আপনার কামনা-বাসনা সম্পর্কে সচেতন হন। এসব জিনিস আপনাকে যুক্তিযুক্ত নিদ্ধান্ত নিতে বাধা দেয়। আপনি যদি কামনা-বাসনা অনুসরণ করেন, তবে দিনশেষ নিজের নেয়া সিন্ধান্তের ব্যাপারে আপনি আফসোস করবেন। 

বিপদ কিংবা কঠিন রোগ যেন আপনাকে সর্বশক্তিমান (আল্লাহর) কাছে ফিরে আসার মূল কারণ না হয়। যতই ব্যস্ত থাকুন না কেন,সর্বদা আল্লাহর যিকির করুন। 

আপনার জীবনের পরীক্ষা যেন আপনাকে বিধ্বস্ত না করে। আপনি যে পরিস্থিতির মধ্য ‍দিয়েই যান না কেন, আপনার মতো অনেকেই তেমন পরিস্থিতির মধ্য দিয়ে  জীবন পার করেছে এবং পরিস্থিতি মধ্য দিয়ে জীবন পার করেছে এবং পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে গেছে। জীবন যুদ্ধে আপনি একা নন। পুরো পথ আল্লাহ আপনার সাথেই আছেন।

জীবনে বহু পরীক্ষা  অপেক্ষা করছে বলে, আপনি বিছানা থেকে উঠে নতুন সকালের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? তবে সর্বশক্তিমান (আল্লাহর) কাছে দোয়া করুন, যাতে তিনি আপনাকে উঁচুতে তুলে ধরেন এবং আপনার সামর্থ্য বাড়িয়ে দেন

সুখী হতে শিখুন এবং অন্যের প্রত্যাশা করুন। অন্যের প্রাচুর্য দেখে হিংসাপরায়ণ হবেন না। তবেই আল্লাহ আপনাকে আরও বেশি সম্পদ দান করবেন। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.