আপনি কি সফল মানুষ হতে চান? পর্ব- ৭

আপনি কি সফল মানুষ হতে চান?

অন্যের কি আছে, সেদিকে তাকাবেন না এবং সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে ভুলে গেছেন, এটা কখনো ভাববেন না। আল্লাহ আপনাকে ভুলে যানানি। অন্যের সাথে দুনিয়াবাসী প্রতিযোগিতা করবেন না। আপনি আপনার মতো করে আল্লাহর তরফ থেকে নেয়ামতপ্রাপ্ত।

গুরুত্বপূর্ণ লোকদের দিকে মনোযোগ দেয়াটা যখন প্রয়োজন, সে সময় তুচ্ছ বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন না। সময় নষ্ট করবেন না, অন্যথায় আপনি দিকবিহীন ক্লান্তির পথের পথিক হবেন। 

পর্বত যতই বড় হয় না কেন, আরেহণের সময় ভীত হবেন না। আপনি একা নন। প্রতিটা পদক্ষেপই সর্বশক্তিমান (আল্লাহ) আপনার সাথে আছেন।

আপনি যদি সফল হতে চান এবং সামনে এগিয়ে যেতে চান, তবে সত্যকে মেনে নিন। যারা সত্য বলে,তাদেরকে দোষারোপ করা পরিণতি শেষ অবধি ব্যর্থতায় পর্যবসিত হয়।

বিপদের সময় আমরা প্রায়ই নিজেদেরকে সর্বশক্তিমান (আল্লাহর ) নিকটবর্তী পাই। তবে আল্লাহ যখন সমস্যার সমাধান করেন? তখন আমরা কেন তাঁর থেকে দূরে সরে  যাই।

আপনি যখন অন্যের সাফল্য ও জনপ্রিয়তা বিরক্ত হন, তখন বুঝে নিন, নিজের অন্তরকে পুনরায় মূল্যায়ন করার সময় এসেছে। অন্তরকে পরিশুদ্ধ করার কাজ শুরু করুন। নিজের অনুভূতিকে নষ্ট হতে দিবেন না। 

যখন ভাববেন, হাল ছেড়ে দেয়া এবং হতাশ হওয়ার হাজারও কারণ রয়েছে, তখন চর্মচক্ষু দিয়ে না দেখে, বরং অন্তরের চোখ দিয়ে সূক্ষভাবে দেখুন ।সর্বশক্তিমান (আল্লাহ) নিশ্চিতভাবে আপনাকে পথ দেখাবেন।

একজন লোক আপনার পছন্দ করে, সেটা মূখ্য বিষয় নয়। বরং আপনি কতটা সৎ থেকেছেন এবং ঐ কাজের  জন্য নিজের অন্তর ও আত্নাকে কতটা উজাড় করেছেন, সেটাই মুখ্য বিষয়।

বাধা-বিপত্তি নিয়ে কখনো মাথা ঘামাবেন না। আল্লাহ এসব জিনিসকে বিশেষ কারণে তৈরি করেছেন। বাধা-বিপত্তি কেবল পথ আটকায় না, বরং আরও ভালো পথ পেতে সাহায্য করে


No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.