নিজের কর্মের দিকে নজর দিন, অন্যের দোষ ত্রুটি নিয়ে সময় নষ্ট করবেন না পর্ব-৮

নিজের কর্মের দিকে নজর দিন, 

অন্যের দোষ ত্রুটি নিয়ে সময় নষ্ট করবেন না

প্রতিটি পরীক্ষার মাঝেই আশীর্বাদ লুকানো থাকে। যে পরীক্ষাতে ব্যর্থ হয়েছেন, সেটার লুকায়িত আশীর্বাদ নিতে ব্যর্থ হওয়ায় আপনি চরমভাবে ভেঙ্গে পড়বেন না। [ আল্লাহর ] আশীর্বাদ চোখ ভরে দেখার জন্য অন্তরকে উন্মুক্ত রাখুন।

জীবনের দম্ভ, অহংকার ও আত্নগরিমার কোনো স্থান নেই। সকলের শেষ পরিণতি একই। সকলকেই সর্বশক্তিমান(আল্লাহর) কাছে  ফিরে যেতে হবে। কেউই নিস্তার পাবে না।

এই দুনিয়ার সিন্দুকে ভরা, এটাই বাস্তব সত্য। তারা যেন আপনাকে টেনে ধরতে না পারে। হিংসা ও অন্যের সাথে তুলনা করার মাঝেই ঐসব লোকের মন-মানসিকতা আটকে আছে। তাদেরকে উপেক্ষা করুন।

আপনার যা আছে,সেসবের জন্য লোকজন আপনাকে ঘৃণা করবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন।ঘৃণার মাধ্যমে সেটার জবাব দিবেন না। বরং আল্লাহর কাছে চান, তিনি যেন তাদেরকে আরও বেশি করে দেন।

ধন-সম্পদ থেকে দৃষ্টিকে সরিয়ে, নিজের অন্তরকে বিশুদ্ধ করার কাজে মনোযোগ দিন। এর মাধ্যমেই আপনি প্রকৃত সম্পদ ও প্রাচুর্যে ধন্য হবেন। সর্বশক্তিমান (আল্লাহই) আপনার ব্যবস্থা করবেন।

অন্যের ব্যাপারে যারা হিংসাকাতর ,তারা বেশ মন্দ প্রকৃতির লোক। লোকদের জীবন কতটা সুখের,সেটা নিয়ে মাথা ঘামানো বাদ দিন। নিজের জীবনে মনোযোগ দিন। 

কথাবার্তায় যারা চালাক, তাদের ব্যাপারে সর্তক হয়ে যান। অপরিপক্ক লোকদেরকে পরীক্ষা করতে আল্লাহ এসব চালাক লোকদেরকে ব্যবহার করেন। ঐসব জ্ঞানী লোকের দলে শামিল হন, যারা চতুর লোকদের মন ভোলানো কথায় কর্ণপাত করে না।

অনেকই ধনী হওয়ার দৌড়ে মুষিক দৌড়ে ব্যস্ত এবং তাদের  নিকট যা আছে , সেসবের জন্য সর্বশক্তিমান (আল্লাহকে) ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করে না। সন্তষ্ট থাকতে শিখুন তবেই প্রকৃত ধনী লোকদের দলে শামিল হবেন।            
 
আপনি যদিও মনে করেন, আপনার দুনিয়া শেষ হতে যাচ্ছে,তথাপি হাল ছেড়ে দিবেন না । এরুপ না করে, বরং অন্তর খুলে হাসুন। যেহেতু আপনি জানেন, সর্বশক্তিমান (আল্লাহ) আপনার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.