কঠিন পরিস্থিতিতে ভেঙ্গে পড়বেন না পর্ব- ৯

কঠিন পরিস্থিতিতে ভেঙ্গে পড়বেন না

 কাউকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আপনার কাছে হয়তো সে তুচ্ছ , কিন্তু সে হয়তো সর্বশক্তিমান (আল্লাহর ) অতি  নিকটবর্তী ব্যক্তি। তাই লোকদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করুন।

যাঁর সত্যিকার জ্ঞান রয়েছে। সে বিনয়ী ।সে অহংকারী নয়, আর না সে আত্নগরিমাতে ভোগে। ঐ লোক তাঁর আশেপাশের শোরগোল দ্বারা কখনো বিরক্ত হয় না। আল্লাহর উপর তাঁর বিনস্থ আস্থা রয়েছে। 

কঠিন পরিস্থিতিতে ভেঙ্গে পড়াটা স্বাভাবিক ।তথাপি নিজেকে একসাথে টেনে তোলার চেষ্টা করুন। সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে পিছলে যেতে ‍দিবেন না। আপনার চেষ্টা বৃথা যাবে না। 

আপনার স্বাস্থ্যকে কখনো দয়ার চোখে দেখবেন না। চোখের পলকেই পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বশক্তিমান (আল্লাহ) অসুস্থদেরকে সুস্থতা দান করুন। 

যতই জীবন নিয়ে আপনি অসন্তষ্ট হন না  কেন, মনে রাখবেন,বহু লোক রয়েছে, যারা  আপনার মতো করে জীবন যাপনের স্বপ্ন দেখে । তাই কৃতজ্ঞ ও বিনয়ী হন।

সুখের সন্ধানে আপনি সমগ্র দুনিয়া ঘুরে শেষ করতে পারেন। কিন্তু সুখ পাবেন না, যতক্ষণ না সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে যা দিয়েছেন, তাতে সন্তষ্ট হচ্ছেন। আল্লাহকে ধন্যবাদ দিন।

ধন-সম্পদ,পরিবার এবং আপনার যা আছে , সবই ঋণ। এমন এক দিন আসবে , যখন  এসব ‍ ঋণ আপন গন্তব্যে ফিরে যাবে।ঐ দিনের প্রস্তুতি নিন। হেরে যাবেন না।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.