ক্ষমা নিয়ে বিশেষ উক্তি পর্ব- ১


ক্ষমা নিয়ে বিশেষ উক্তি

জীবনে বড় ধরনের পরিবর্তন আনুন। শান্ত থেকে রাগকে মোকাবেলা করুন,করুণা দ্বারা ঘৃণাকে হটিয়ে দিন, দয়া দিয়ে বর্বরতার অবসান ঘটান ক্ষমা করুন  এবং সামনে এগিয়ে যান।

গতকাল ক্ষতিচিহ্নিত নিয়ে পড়ে থাকবেন না। সেসেবকে চলে যেতে দিন।নতুন আশা,কৃতজ্ঞ ও সুখী অন্তর নিয়ে আজকের সকালকে আমন্ত্রণ জানান। আল্লাহ আমাদেরকে অনেক দিয়ে ধন্য করেছেন।

হেদায়েত আল্লাহর হাতে হেদায়েত কেবল তাদের কাছেই আসে,যাঁরা বিরতিহীন ও নিরলসভাবে েএটাকে খুঁজে বেড়ায়।

হিংসাকে চলে যেতে দিন এবং অন্যদেরকে নিজের শত্রু বানাবেন। বিদ্বেষ ও হিংসা এড়িয়ে শান্তিপূর্ণ জীবন যাপনের চেষ্টা করুন।এতে জীবনে দুশ্চিন্তা কমবে এবং জীবন আরও সুখের হবে। 

আপনি যেরুপ আচরণের প্রত্যাশা করেন, ঠিক সেরুপ আচরণ অন্যের সাথে করুন। মানুষের কাছ থেকে ক্ষমা করুন। প্রথম পদক্ষেপটি আপনি নিজে নিন এবং স্রষ্টাকে সন্তষ্ট করুন।

হিংসা থেকে নিজেকে মুক্ত করাটা, প্রকৃতপক্ষে, নিজেকে বড় ধরনের  বোঝা থেকে হালকা করার মতো। 

অন্যকে ক্ষমা করাটা দূর্বলতা নয়। শক্ত মানুষের পক্ষেই ক্ষমা করা সম্ভব।

সর্বদা পরিচ্ছন্ন অন্তর নিয়ে বিছানায় যান। দিনের বেলায় যত খারাপ কিছু ঘটেছে,অন্তর থেকে সেসব মুছে দিন। যারা আপনাকে আঘাত দিয়েছে, তাদেরকে ক্ষমা করুন। অনুশোচনা করুন এবং সর্বদা আল্লাহর যিকির ( স্বরণ ) করুন।

অন্যদের ক্ষমা করলে, সেটা তাদের থেকে আমাদেরকেই বেশি উপকৃত করে। এটাকে বয়ে বেড়ানোর ভার থেকে অন্তর, মন ও আত্নাকে মুক্ত করতে পারাটা,সত্যই অমুল্য।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.