অতীতকে ভুলে যান ক্ষমা করতে শিখুন পর্ব - ২

অতীতকে ভুলে যান ক্ষমা করতে শিখুন

প্রত্যেকেই পাপী, কিন্তু প্রত্যেকেই [আল্লাহর কাছে] ক্ষমা চায় না। তাই আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চান। ক্ষমা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার এক শক্ত হাতিয়ার।

লোকজন যদি আপনাকে অপমান করে, তবে দুঃখিত হবেন না। এসবের মাঝে নিহিত থাকা  উপদেশকে পাঠ করুন। সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে বলেন:মানুষ মাত্রই ভুল করে,তার দুর্বল। তাই আল্লাহর উপর ভরসা করার পথ বেছে নিন। 

যারা আপনার অতীতকে সামনে তুলে আনতে পছন্দ করে, আসলে তারা আপনার বর্তমান অর্জনে ভীত। আপনাকে বোকা বানানোর সুযোগ তাদেরকে দিবেন না, এবং [নিজের ব্যাপারে ] মনোযোগী হন। 

কিছু লোক আছে যারা কেবল বির্তক করতে অভ্যস্ত ।এমনকি তারা ছোট-খাটো বিষয় নিয়ে তুমুল কান্ড তৈরি করে। এমন বির্তকে নিজেকে কখনো জড়াবেন না। জীবন এসবের চেয়ে মূল্যবান।

 আপনার অন্তরে হিংসা এবং অন্যের প্রতি বিদ্বেশ লুকিয়ে রাখবেন না। এটা এক ধরনের বিষ,যেটা আপনার অজান্তেই চলে আসে। অন্তরকে কুলষিত করবেন না। মানুষকে ক্ষমা করুন।

লোকটি আগে যা ছিল, সেজন্য তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা সহজ। এমনটি না করে, লোকটি বর্তমানে কেমন মানুষে পরিণত হয়েছে, সেটার দিকে নজর দিন। অতীতকে ভুলে যান।

প্রায়ই আমারা এমন কথা বলি, যেটার উদ্দেশ্য আমরা করি না এবং মনের অজান্তেই প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলি। মনে রাখবেন,অন্তরের তুলনায় দেহকে সুস্থ করা সহজ। তাই সবসময় সংযত হয়ে চলুন। 

অনেকেই নিজের ভুল স্বীকার না করে, উল্টো সেটাকে ঠিক প্রমাণ করতে চায়। আমি দুঃখিত, এই শব্দ তাদের অভিধানে নেই। তারা নত হবে না। আসলে নিজের ভুল স্বীকার করতে অত্যন্ত সাহসী বলিষ্ঠ চরিত্রের মানুষ হতে হয়।

অন্যের ব্যাপারে বাজে ধারণা করা থেকে বিরত রাখুন। সবসময় অন্যের বিষয়াদি উপেক্ষা করুন। কেননা দৃঢ়তার সাথেই এটা আসল কাহিনী জানি না।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.