আসুন একে অপরকে ক্ষমা করি পর্ব-৩

আসুন একে অপরকে ক্ষমা করি

আপনার অন্তরে অন্যের জন্য ক্ষোভ লুকিয়ে রাখবেন না, এটা মানসিক রোগ, যেটা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। কেবল ক্ষমাই এই রোগকে নির্মূল করতে পারে। 

আপনি যদি অন্তরে দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে চান, তবে [আল্লাহর কাছে] দোয়া করুন, অপরকে ক্ষমা করুন,পাপ পরিত্যাগ করুন, অন্তরকে [কামনা-বাসনার] রোগ থেকে পরিচ্ছন্ন করুন, অন্যকে সহায়তা করুন এবং ভালো কাজের প্রসার ঘটান।

আপনি কি আরও অর্থবোধক জীবন চান? তবে হিংসা, বাজে আলোচনা এবং অন্যের সমালোচনা ছেড়ে দিন। নিজের বিষয়ে মনোযোগ দিন। প্রয়োজনের সময় অন্যকে সহায়তা করুন। 

আপনার অন্তরকে নরম ও স্বচ্ছ রাখুন এবং ক্ষমা করতে শিখুন। দিন শেষে, সকল নেতিবাচক জিনিসকে ঝেঁটিয়ে বিদায় করুন। এটা করতে আপনি অন্তরের কাছে দায়বদ্ধ। তাই অন্তরকে সুস্থ করুন।

সর্বশক্তিমান (আল্লাহ), আপনাকে যদি ধন্যবাদ দিতে ভুলে যাই এবং আপনার নেয়ামতের ব্যাপারে অকৃজ্ঞ হই, তবে আমাকে ক্ষমা করে দিন। এতকিছুর পরও [ হে আল্লাহ,আপনি ] কেবল আমাকে দিয়েই গেলেনে এবং আমার দেখাশুনা করেই গেলেন। 

জীবন ছোট, আমরা এটা জানি। প্রিয়জনকে হারানোর কষ্ট আপনাকে দারুন ভাবে আঘাত করে। অন্যদেরকে ক্ষমা করে যান। কাউকে ঘৃণা করবেন না, হিংসা তো নয়ই।

লোকেরা আপনার সাথে বাজে আচরণ করলে, সে বাজে আচরণ যেন আপনাকে হিংস্র না করে। অন্যের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, যদিও আপনার সাথে বাজে আচরণ করা হয়েছে। বরং এসব জিনিস থেকে উপদেশ গ্রহন করুন। 

সর্বশক্তিমান (আল্লাহ) , অহংকার ও গর্বগরিমা থেকে আমাদেরকে হেফাজত করুন। কারো উপর রেগে থাকলে, আসুন আমরা দ্রুত সেটার প্রতিকার করি এবং আল্লাহর খাতিরে আমরা একে অপরকে ক্ষমা করি।

[আসুন] সর্বশক্তিমান (আল্লাহর) পছন্দকারী মানুষে পরিণত হওয়ার চেষ্টা চালাই। ভদ্র-শালীন হতে চেষ্টা করি। অন্যরা যদি আপনার সাথে বাজে আচরণ করে ,তবে মন খরাপ করবেন না।তাদের জন্য দোয়া করুন।
 
 আপনার অনুভূতিসমূহ ক্ষণস্থায়ী কিন্তু সেসব অনুভূতি মোতাবেক কেমন আচরণ করেন, সেটা আপনার জীবন ব্যাপক প্রভাব ফেলে। নেতিবাচক জিনিসগুলোকে উপেক্ষা করুন। নেতিবাচক জিনিস যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে।

শুধু পাপ থেকে অন্তরকে বিশুদ্ধ করতে ব্যস্ত হবেন না, বরং সেই সাথে হিংসা, রাগ ও অন্যের প্রতি নেতিবাচক ধরণা করা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন। ভুল সংশোধন করুন এবং অনুতপ্ত হন। নিশ্চিতভাবে অন্তর চারদিকে আলো ছড়াবে।


No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.