যারা আপনাকে নিচে নামাতে চায় পর্ব- ২

যারা আপনাকে নিচে নামাতে চায়

যখন আপনি ব্যর্থ হন, তখন পরাজয় বোধ করবেন না। হাল ছেড়ে দেয়া এবং ‘আমি এটা করতে সক্ষম নই, বলা বেশ সহজ। নিজেকে টেনে তুলুন এবং সংগ্রাম চালিয়ে যান। সর্বশক্তিমান (আল্লাহ) আপনার সাথে আছেন।

অন্যদের থেকে আপনার জিনিসপত্র কম কেন, কিংবা অন্যদের থেকে আপনার বৈষয়িক প্রতিপত্তি-স্ট্যাটাস কম কেন,এটা নিয়ে কখনো চিন্তাগ্রস্থ হবেন না। কঠোর পরিশ্রম করুন এবং ফলাফল সর্বশক্তিমান (আল্লাহর) উপর ছেড়ে দিন।

অন্তর থেকে পরশ্রমীকাতরতার দোষ দূর করতে কঠোর সংগ্রাম করুন। এটা কুৎসিত জিনিস। যাদেরকে আপনি চেনেন না, তাদেরকে এটা ঘৃণা করতে বাধ্য করে। শেষ অবধি,আপনি এক মন্দ মানষে পরিণত হন।

বিচক্ষণ হতে শিখুন। আপনার আশেপাশে ঘটে চলা সকল কোলাহল থেকে দূরে থাকার মতো বুদ্ধিমান মানুষ হন। অপ্রয়োজনিয় শোরগোলে এই দুনিয়া ভরে গেছে। [যেসব উপেক্ষা করে] নিজের কাজে মনোযোগ দিন।

যেসব লোক আপনার মনকে অশান্ত করে, তাদের থেকে দূরে থাকুন। তারা আপনার মেজাজ খারাপ করতে কথা বলে এবং চেষ্টা করে। নিজের ভুল স্বীকার করাটা তাদের ধারে কাছেও নেই। 

মনে রাখবেন , আপনর সুখে সকলেই সুখী হয় না। 

চেষ্টা করার পর ফলাফল না দেখলে, কখনো নিরাশ হবেন না। এটার পিছনেও কারণ রয়েছে। আপনি হয়তো হিমশিম খাচ্ছেন, এটার পিছনেও কারণ রয়েছে। আপনি হয়তো হিমশিম খাচ্ছেন,এটার মানে এই নয়: আপনি ব্যর্থ।

যারা আপনাকে নিচে নামাতে চায়। তাদের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না । তারা যতই চেষ্টা চালাবেন, সর্বশক্তিমান (আল্লাহ) ততই হস্তক্ষেপ করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর উপর ভরসা রাখুন।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.