কর্মজীবন নিয়ে সেরা বাণী পর্ব-১

কর্মজীবন নিয়ে সেরা বাণী

আমাদেরকে শুধরে দিলে, মনে কষ্ট নেয়ার মানসিকতা সত্যিকার অর্থে,নিজেকে উন্নতির জন্য সংশোধন করা এবং যেকোনো ক্ষেত্রে নতুন উচ্চতা অর্জনের পথকে ব্যাপকভাবে বাধাগ্রস্থ করে।

দুনিয়াবী ব্যাপারে আমরা একে অন্যর সাথে প্রতিযোগিতা করি। কিন্তু আমরা ভুলে যাই, সর্বশক্তিমান (আল্লাহ) চান, আমরা যেন তাঁর নৈকট্য ও জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করি।

পরীক্ষা ও কঠিন পরিস্থিতির কারণে ভেঙ্গে পড়বেন না। প্রকৃত পক্ষে, জীবনকে আপনি কেবল ফুলের বাগান মনে করতে পারেন। জীবন এভাবে চলে না। ধৈর্য ধারণ করুন।

আপনি যদি জীবনে বহু দুর পথ যেতে চান, তবে আপনার জীবনে পদচারণা দেয়া প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। 

সর্বশক্তিমান (আল্লাহ) দুর্বল মুহূর্ত আমাদেরকে শক্ত করে রাখুন। [হে আল্লাহ] ভয়ের সময় আমাদেরকে সাহসী বানান। প্রাচুর্যের সময় আমাদেরকে বিনয় শিক্ষা ‍দিন। 

যারা নিজেদের সাফল্য নিয়ে গর্ব অনুভব করে এবং নিজেদেরকে অর্জন নিয়ে অহংকার দেখায়, সেসব মানুষ থেকে দূরে থাকুন। সত্যিকারের সাফল্য নিজে থেকেই কথা বলে। চিৎকার করে সবাইকে শোনাতে হয় না। 

সর্বশক্তিমান (আল্লাহ), জীবনের এই পথ চলাতে আমাকে আপনি কেবল আপনার দিকেই চালিত করুন। এটা সহজ নয়,পথ থেকে ছিটকে দিতে বহু কাঁটা পথের মাঝে পড়ে থাকে। কিন্তু আমি শুধু আপনার এবং শুধু আপনার উপরই ভরসা করি। 

বিনয়ী হন এবং যারা কম জানেন তাদেরকে অবজ্ঞা করার বদলে, তাদের কাছে জ্ঞানের প্রসার ঘটান। বর্তমান অনেক স্বপ্নহীন তাদের সামান্য জ্ঞান সবার কাছে জাহির করে বেড়াতে পছন্দ করে। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.