অস্থিরতা ও বিষন্নতার স্বিকার কেন হচ্ছেন? পর্ব- ৮
অস্থিরতা ও বিষন্নতার স্বিকার কেন হচ্ছেন?
যখন আপনি দুঃখ, কিংবা অপমান বোধ করেন, তখন আপনার জানা উচিত, কোনকিছুই স্থায়ী নয়। দুঃখ জীবনের একটি অংশ মাত্র। প্রতিটি সংগ্রাম আপনাকে সামনে এগিয়ে নেয়। তাই সামনে এগুতে থাকুন।
এমনও লোক রয়েছে,যারা নিজের নাক কেটে হলেও আপনাকে পরাজিত করতে চাইবে।এটাই জীবনের বাস্তবতা । এ ব্যাপারে পরিষ্কার ধারণা রাখুন এবং যেটা ঠিক, সেটা করে যান। হেদায়েতের জন্য আল্লাহ কাছে দোয়া করুন।
যখন আপনি দোয়া করেন, তখন নিশ্চিত করুন, আপনার হৃদয়, মন এবং সবকিছু দোয়াতে সংযুক্ত আছে। পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে আল্লাহকে ডাকুন। তিনি শুনতে পান এবং তিনি অচিরেই সাড়া দিবেন।
কঠিন পরিস্থিতির মাঝেও হাসুন। বিপদের সময় ধৈর্য ধারণ করুন। সর্বদা ভালো কাজ করার জন্য সর্বাত্নক চেষ্টা ও সংগ্রাম চালান। জান্নাতে যাবার জন্য এটাই আপনার পথ। তাই এটা অর্জন করে নিন।
সদ্য বাজারে আসা মোবাইল সেটের গেজেট (যন্ত্রপাতি) কিনতে না পারলে, আমরা বিচলিত হয়ে পড়ি। যাদেরকে একবেলা খাবার যোগাড় করতে হিমশিম খেতে হয়, তাদের কথা একটিবার ভাবুন তো। তাদের সকলের জন্য দোয়া করুন।
সর্বশক্তিমান (আল্লাহ) কখনো আপনাকে অতল গহ্বরে নিক্ষেপ করবেন না। আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিছু উঁচু-নিচু বাঁক রয়েছে, তথাপি এটা চিরন্তন এক সম্পর্ক। তাই আল্লাহর নিকটবর্তী হতে সংগ্রাম চালিয়ে যান।
আপনি কখন কষ্ট পান, সর্বশক্তিমান (আল্লাহ) সেটা জানেন পরিস্থিতি কখন আপনার অনুকূলে আপনাকে পর্যবেক্ষণ করেন। আপনি যা দেখতে পান না, তিনি তা দেখতে পান।
No comments