সামান্য ব্যপার নিয়ে বিষন্নতায় নিজেকে জড়াবেন না পর্ব-৭
সামান্য ব্যপার নিয়ে বিষন্নতায় নিজেকে জড়াবেন না
এই দুনিয়ার আপনার অন্তরকে ভেঙ্গে চুরমার করতে পারে, কিন্তু আপনি যদি স্রষ্টার উপর নিশ্বাস রাখেন , তবে [ জেনে রাখুন] ভাঙ্গা অন্তর মেরামতের উপায় আল্লাহর কাছে রয়েছে েএবং আল্লাহ এটাকে আবার জোড়া লাগাবেন।
আপনি যদি অন্তরে আত্নবিশ্বাস অর্জন করতে চান, তবে সর্বদা সর্বশক্তিমান (আল্লাহকে) স্বরণ করুন। পাপ মুছে যাবে। দুশিচন্তা ও হতাশা দূর হয়ে যাবে। সকল ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন।
সর্বশক্তিমান (আল্লাহ) সবকিছুই জানেন, আপনি মুখে যা বলেন না, নিজের অন্তরে লুকিয়ে রাখেন, তার সব খবরই তিনি রাখেন। দুঃখ-কষ্ট লুকানো থাকে । তথাপি, আল্লাহর সাহায্য পথে আটকে আছে, কখনো এ ব্যাপারে সন্দেহ করবেন না ।
পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং আপনি দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকেন, ঠিক তখনই নিজেকে সর্বশক্তিমান (আল্লাহর )নিকট সোপর্দ করুন তিনি আপনাকে পুরুস্কৃত করবেন।
তুচ্ছ কারণে যারা প্রতিশোধ নিতে চায়, সেরুপ রোগাক্রান্ত অন্তরের মানুষ থেকে সর্তক থাকুন। সর্বশক্তিমান (আল্লাহ) এমন রোগক্রান্ত অন্তরকে প্রকৃত অনুশোচনা দিকে চালিত করুন।
আপনার বিপদ-আপদের কথা অন্যের কাছে বলে বেড়ানোর কোনো মানে হয় না, যেহেতু অধিকাংশ মানুষ এসব নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, এই বিষয়টা কি আপনি কখনো ভেবে দেখেছেন? সর্বশক্তিমান (আল্লাহর) মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখুন। সাহায্য করতে তিনি সবসময় আপনার পাশে আছেন।
মানুষ হিসেবে আমরা কতটা অসহায় এবং সর্বশক্তিমান (আল্লাহর) উপর আমরা কতটা নির্ভরশীল, কষ্ট আমাদেরকে সেটা মনে করিয়ে দেয়। কষ্টকে ধৈয্য ও সালাত (নামায) দ্বারা মোকাবেলা করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।
কিছু লোক সরাসাসরি কথা বলতে পারে না। তারা নানা ধরনের বিদ্বেষী শব্দ ব্যবহার করে এবং অন্যকে অপমান করে। [এমন চরিত্রের ব্যাপারে] সর্তক হয়ে যান। সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে এর থেকেও ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে পারেন।
No comments