বিপদকে কিভাবে বরণ করবেন পর্ব-৬

বিপদকে কিভাবে বরণ করবেন

আপনার পরিকল্পনা যখন ভেঙ্গে যায়, তখন কি আপনি দুঃখ অনুভব করেন? ঈমানদার ব্যক্তি শান্ত অন্তরে এটা মেনে নেয়, কেননা সে জানে, সর্বশক্তিমান (আল্লাহ) এর চেয়ে উত্তম পরিকল্পনা করে রেখেছেন।

আমাদের সকলেই দুর্বলতা রয়েছে। সকলেই নিত্যদিন ভুল করি। তারপরও আল্লাহর রহমত সকলের উপর রয়েছে। যতই হোঁচট খান না কেন  এবং যতই ব্যর্থ হন না কনে, উঠে দাঁড়ান। ঠিক রাস্তায় ফিরে আসুন।

এমন মানুষের মাঝে শামিল হন, যারা সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে ইতিবাচক জিনিসের দিকে মনোযোগ দেয়। দৃষ্টিভঙ্গি বদলে ফেললে, আপনি সর্বত্র [ আল্লাহর] নেয়ামত সমূহ দেখতে শুরু করবেন।

যখন আপনি আশা হারাতে থাকেন এবং হাল ছেড়ে দেয়ার দাঁড়প্রান্তে থাকেন, ঠিক সেই মুহূর্ত স্রষ্টার প্রশংসা করুন। জীবন যুদ্ধে টিকে থাকুন,তবেই আল্লাহ আপনাকে উঁচুতে তুলে ধরবেন। কিছুই আপনাকে আর নিচে নামাতে পারবে না। 

অন্যের হাতে যখন  আপনি নিজের সুখের চাবিকাঠি তুলে দেন, তখন দিনশেষে তো নিরাশই হবেন, আর এটাই তো স্বাভাবিক। বরং নিজের সুখকে স্রষ্টার হাতে তুলে দিন, তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না।

কষ্টকে ভয় পাবেন না। অন্যসব জিনিসের মতো কষ্ট ক্ষণিক সময়ের জন্য আসে। কষ্টের উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেয়া। আমরা যখন সেটা শিখে ফেলি, তখন নতুন উপদেশ নেয়ার সময় আসে। 

সামনে এগিয়ে যাবার সময় যারা আপনাকে টেনে ধরে, তাদের সাথে থেকে সময় নষ্ট করবেন না। সর্বশক্তিমান (আল্লাহর কাছ থেকে শক্তি প্রার্থনা করুন। তিনি সকল নিষয় সম্পর্কে জ্ঞাত।

দুঃখিত হবেন না। সর্বশ-ক্তিমান (আল্লাহর) তরফ থেকে সাহায্য মাত্রা মোতাবেক। কষ্ট যত বড় হয় , এটার আরোগ্য তত মধুর হয়। হাল ছেড়ে দিবেন না। হাল টেনে সামনে এগিয়ে যান।  

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.