অন্তরকে পবিত্র করতে সংগ্রাম করুন পর্ব- ৫ (ফিরে এসো)

অন্তরকে পবিত্র করতে সংগ্রাম করুন

দুনিয়া আপনাকে নিঃশেষ করে দিচ্ছে  এবং আপনি নিজের ইমেজ নিয়ে সুখী নন, এমনটি হওয়া স্বাভাবিক। অথচ আল্লাহ আপনাকে সর্বোত্তম অবয়েবে তৈরি করেছন। তাই আপনাকে ধোঁকা দেয়ার সুযোগ দুানিয়াকে ‍দিবেন না।

যারা অন্যকে খারাপভাবে উপস্থাপন করে, অন্যের খ্যাতিকে কলংকিত করে এবং গুজব ছড়ায়, তাদের ব্যাপারে সর্তক হয়ে যান। এটা এক ধরনের রোগ। তাদের জন্য দোয়া করুন। তাদের জন্য সত্যই দোয়ার প্রয়োজন আছে।

শান্ত থাকুন । আশাবাদী হন। ( আল্লাহর তরফ থেকে)  আপনি যেসব অনুগ্রহ পেয়েছেন, তা নিয়ে আপনি সুখী হন। আপনি িজানেন না, কি পরিমান সময় আপনার হাতে আছে। আগামীকাল বেঁচে থাকার প্রতিশ্রুতি কাউকে দেয়া হয়নি। 

আমাদের সকলেরই এমন কিছু মুহূর্ত আছে, যখন আমাদের অন্তর দুঃখ ও কষ্ট ভেঙ্গে পড়ে। সর্বশক্তিমান (আল্লাহর ) উপর পূর্ণরুপে ভরসা করার এটাই উপযুক্ত সময় । এটাকে ঈমান বলে। 

অন্তরকে পবিত্র করতে সংগ্রাম করুন। অন্তরকে আমরা কেন অশান্তিতে ভরে রাখবো? কেননা অন্তরে আপনি যাই রাখবেন, দুনিয়া বিদায়ের সময় সেটাই আপনি নিজের সাথে করে[ কবরে] নিয়ে যাবেন।

আপনি যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন , তখন ঐ আস্থা এমন বাধাকে জয় করবে, যা আপনি কল্পনাতেও আনেননি। তাই আপনার অন্তর যখন কষ্ট পায়, তখন দোয়া করুন। সর্বশক্তিমান (আল্লাহর ) হাতে নিজের দায়িত্ব তুলে দিন।

শেষ অবধি , আমরা কি পাবার যোগ্য, সর্বশক্তিমান (আল্লাহই) তা নির্ধারণ করেন। আল্লাহ আমাদের অন্তরকে ভালোবাসায় পূর্ণ করুন এবং আমরা যেটার উপযুক্ত, সেটা থেকে উত্তম জিনিস আমাদেকে দান করুন।

বিপদের মাঝে অনুগ্রহ লুকানো থাকে। এটা আপনাকে যতই যন্ত্রণা দিক না কেন, সামনে এগিয়ে যান। বিপদের মাঝে বলিষ্ঠ উপদেশ লুকিয়ে রয়েছে, সেসব থেকে শিখুন েএবং আরও বলীয়ান হয়ে মাঠে নামুন।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.