চিন্তা করবেন না ব্যর্থতার পরেই সফলতা পর্ব-৪ (ফিরে এসো)

 চিন্তা করবেন না ব্যর্থতার পরেই সফলতা

আমাদের জীবন দিন-দিন বেশ জটিল হয়ে যাচ্ছে। বার্তা (মেসেজ) পাঠানো ছাড়া আমরা খুব কমই মানুষের সাথে কথা বলি। আমাদের অনুভূতিগুলো এখন স্ট্যাটাস আপডেট পরিণত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।

আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, কিছুই ‍দিয়ে যান না কেন, কিছুই হারিয়ে যায়না। প্রতিটি ব্যর্থতা এবং পিছিয়ে আসার মর্মার্থ হচ্ছেঃ উন্নত করা এবং সর্বশক্তিমান (আল্লাহর ) নিকটবর্তী হওয়া। তাই এটাকে নষ্ট করবেন না। 

যদিও আপনার বেদনা অসহনীয়  এবং আপনি সন্দেহের আবর্তে হাবুডুবু খাচ্ছেন , তথাপি ঐ রকম কঠিন মুহূর্তেও হাল ছেড়ে দিবেন না। কীভাবে হাল ছেড়ে দিবেন, যখন আপনি জানেন আল্লাহ আপনার সাথে আছেন? [ এমনটি  হলে] আল্লাহর রহমত  আপনাকে অনুসরণ করবে। 

ভয় পেয়ে হাল ছেড়ে দিতে যাবেন না, কেননা আপনি সর্বশক্তিমান (আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন। নিজের পরিস্থিতি সামাল দিতে, কঠিন বিপদের সময়েও আপনি আল্লাহর উপর ভরসা রাখেন।

কখনো েকখনো মনে হতে পারে, আপনি স্থবির হয়ে আছেন এবং উন্নতি করতে পারছেন না। মনে রাখবে, জীবনে সামনে এগুতে হলে কখনো কখনো পিছনে পা ফেলতে হয়।

দুঃখিত হবেন না। দুঃখ অন্তরকে দুর্বল বানায় এবং আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। সর্বশ-ক্তিমান (আল্লাহর ) ব্যাপারে ভালো ধারণা রাখুন। বিশ্বাস রাখুন। আপনি সুখ পাবেন।

আপনি ভাবছেন, আপনার আপনার জীবনে সবই সুখী নন। কিন্তু কেন? কেননা জীবনের প্রকৃত সুখ আসে আপনার ঈমান এবং [আল্লাহর সাথে ] আপনার বজায় রাখা সম্পর্ক থেকে।

আপনার অন্তরের মাঝেই ঐসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, যেগুলো খুঁজে পাননা। সর্বশক্তিমান (আল্লাহর) সাথে আপনার সম্পর্ক বজায় থাকলে,তিনি আপনার অন্তরকে শান্তি দিয়ে পূর্ণ করবেন। অন্যথায় দুশ্চিন্তা ও সন্দেহ আপনাকে গ্রাস করবে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.