জিবনের শ্রেষ্ঠ পরিক্ষা পর্ব-৩ (ফিরেএসো)

 

জিবনের শ্রেষ্ঠ পরিক্ষা

আপনি যা করেননি, সেটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। আপনি এখন ঠিক সেই অবস্থান আছেন,যেটার ইচ্ছা সর্বশক্তিমান (আল্লাহ) করেছেন। তাই সুযোগ হাতছাড়া করবেন না। [ আপনার হাতে থাকা ] দিনকে কাজে লাগান। 

শয়তান আপনাকে একবার পরাম্ভ করলে, দ্রুত নিজেকে অধঃপতন থেকে টেনে তুলুন । দ্বিতীয়বার এমনটি হতে দিবেন না। প্রথমবার শয়তান আপনাকে পাপ কাজে লিপ্ত করে, এরপর সে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে।

যখন কোনো জিনিস আপনাকে বিরক্ত করে, কিংবা যন্ত্রণা দেয়, তখন কষ্টের তীব্রতায় ভেসে যাবেন না। পরিস্থিতির ঊর্ধ্বে উঠুন এবং সর্বশক্তিমান (আল্লাহ) উপদেশের যে বার্তা পাঠাচ্ছেন, সেটাে উপলদ্ধি করুন।

আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন, মনে রাখবেন, এটা জীবনেরই একটি অনুগ্রহ । অভিযোগ কম করুন এবং ঝগড়া ভালোবাসতে হয় এবং আরও উৎসাহ দিতে হয়,তা শিখুন। 

আপনি যদি চান, আপনার অন্তর শান্তি লাভ করুক, তবে রাগ, অসন্তষ্টি, নিন্দা, ও দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখুন। তবেই আপনি ভালো মানুষে পরিণত হবেন।

বিপদে পড়লে আমার দুঃখ পাই। আশা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই। ধৈর্য ও সহিষ্ণুতার জন্য আল্লাহ আমাদেরকে এমনভাবে পুরস্কৃত করবেন,যা আমাদের হারানো জিনিস থেকেও উত্তম।

হয়তো আপনি নিরাশ ও হতাশার গহীনে রয়েছে। কিন্তু মৃত্যু কামনা করে  দূর্দশা থেকে মুক্তি পেতে চাইবেন না। জীবনে আসা পরীক্ষা আপনাকে সর্বশক্তিমান (আল্লাহ) নিকটতর করে, এটা আপনাকে ভেঙ্গে চুরমার করে দিতে আসে না।

যা কিছু চাচ্ছেন , সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে হয়তো তা দিচ্ছেন । আপনি ভাবছেন জীবনে আপনার সবই আছে। কিন্ত নিজের যা আছে, তা নিয়ে সন্তষ্ট হওয়া ছাড়া কখনো আপনি সুখী হতে পারবেন না। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.