ব্যর্থ হলে করণী কি? পর্ব-২ (ফিরেএসো)

ব্যর্থ হলে করণী কি?

যখন আপনি  একাকীত্ব, শূন্যতা ও হতাশ অনুভব করেন, তখন জেনে রাখুন, এসব আপনার পরীক্ষা ও মুসিবতের অংশ মাত্র। শান্তি পেতে অন্তরকে সর্বশক্তিমান(আল্লাহর) দিকে চালিত করুন। 

দুঃখিত হবেন না। সর্বশক্তিমান (আল্লাহর) ইচ্ছাকে যখন আপনি একটু একটু করে বুঝতে শুরু করবেন, তখন অবস্থা যাই হোক না কেন, আপনি নিজের ভীতরে শান্তির িএক পরশ অনুভব করবেন। তখন আল্লাহর শুকরিয়া আদায় করুন। 

স্রষ্টা ছাড়া আর কারও কাছ থেকে কিছু আশা করবেন না। আগে থেকে কিছুই অনুমান করবেন না। পরিস্থিতি এখন যেরুপ আছে, সেরুপ থাকার পিছনে  কারণ রয়েছে। জীবন যাপনের জন্য এগুলো ভালো উপদেশ।  

সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে, এমকি যেসব কারণ থাকে, এমনকি যেসব পরিস্থিতি আমাদেরকে দুঃখ দেয়,সেসব পরিস্থিতির মাঝেও শিক্ষনীয় বহু উপকরণ রয়েছে। সেসব থেকে শিক্ষা নিন  এবং সর্ব শক্তিমান ( আল্লাহর ) প্রতি কৃতজ্ঞ হন। 

দুনিয়ার লোকজন আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েই যাবে। সর্বশক্তিমান(আল্লাহই ) আপনাকে সুরক্ষা দিতে পারে। আল্লাহর মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখুন। আল্লাহই উত্তম শ্রোতা।

যিনি সৃষ্টি করেছেন, তিনি ছাড়া অন্য কেউই আপনার প্রকৃত সত্তাকে জনে না। যখনই আশা হারিয়েছেন এবং যখনই মনে করেছেন, আপনি বিপদে পড়েছেন, তখনই আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং তিনি এটা ভবিষ্যতেও অব্যাহত রাখেন।

গতকাল কষ্ট ও ভুল নিয়ে পড়ে থাকবেন না। অতীতে আপনি কিভাবে কষ্ট পেয়েছেন, তা ভেবে সময় নষ্ট করবেন না। এখন যা আছে, তাতে মনোযোগ দিন এবং সামনে এগিয়ে যান। [সুন্দরভাবে] বাঁচুন।

 আপনার মনের নেতিবাচক চিন্তা নিয়ে জীবন কাটাবেন না। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। ইতিবাচক চিন্তার বাগান গড়ে  তুলুন। দেখুন, এটা কি ধরনের পরিবর্তন নিয়ে আসে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.