ছোট পাপকে স্বাভাবিক ভেবে বোকামি করবেন না পর্ব- ২

ছোট পাপকে স্বাভাবিক ভেবে বোকামি করবেন না 

নিজেদের সমস্যার কথা চিন্তা করে, আমাদের অনেকেই না জানি কত রাত নির্ঘুম কাটিয়েছে? সর্বশক্তিমান (আল্লাহ) যা বলেছেন,  তা একবার ভাবুন, ‘আমাকে ডাকো’ আমি সাড়া দিবো।’

নিজের অন্তরকে আগলে রাখুন। দুনিয়ার মায়াতে এটা যেন জড়িয়ে না যায়। আমরা তো মুসাফির মাত্র। কিছুই টিকে থাকে না, এমনকি মানুষের স্মৃতিও না।

সর্বশক্তিমান (আল্লাহ) আপনার থেকে দূরে সরে গেলে, আমাদেরকে দ্রুত ঠিক পথে ফিরিয়ে আনুন। (হে আল্লাহ) লোভ নামের কালো মেঘের ছায়াকে আমাদের দিবেন না। মন্দ থেকে আমাদের রক্ষা করুন।

‘ছোট’ পাপকে স্বাভাবিক ভেবে বোকামি করবেন না। তথাকথিত নির্দোষ মিথ্যা ও বেহুদা খোশগল্প করা আমাদের পতনের কারণ হতে পারে। তাই অজুহাত বানাবেন না।

জিবনকে পরিবর্তন না করে, কেবল মুখ দিয়ে অনুশোচনা করে লাভ নেই। অন্তর দিয়ে অনুশোচনা করুন। আল্লাহকে দেখান, আপনি সত্যিকারভাবে অনুশোচনা করে যাচ্ছেন।

আপনি যদি মনে করেন শয়তান আপনাকে গতকাল পরাজিত করেছে, তবে আজ আপনি শয়তানকে পরাজিত করার সর্বোচ্চ চেষ্টা চালান। বেশি  করে ভালো কাজ করুন, অনুশোচনা করুন এবং সর্বশক্তিমান (আল্লাহর) নিকটবর্তী হন।

অন্তরের ব্যাধি নিরাময়েরর অন্যতম উত্তম হাতিয়ার: দোয়া করা। আত্মা ও অন্তর দিয়ে (আল্লাহর সাথে) যোগাযোগ করুন। আল্লাহর নিকটতর হন। তিনি আপনাকে শান্তি দিবেন।

আপনি যদি মনে করেন পাপ আপনাকে আটকে দিয়েছে, তথাপি নিরাশ হয়ে হাল ছেড়ে দিবেন না। ক্ষমার দরজা সর্বদা খোলা আছে। সর্বশক্তিমান (আল্লাহ) সর্বদা সেখানে রয়েছেন।

সর্বশক্তিমান (আল্লাহ) আশার বড়সড় এক ‘ডোজ’ আমাদের দান করুন। দুনিয়া এত বেশি কষ্ট ও যন্ত্রণাতে ভরে গেছে যে, নিরাশ হওয়াটা বেশ সহজ। (হে আল্লাহ) আমাদেরকে সুপথ দেখান এবং সুরক্ষা করুন।

আক্ষেপ করাটা সময়ের অপচয়

অতীতের মাঝে বসবাস করবেন না এবং সেটা নিয়ে হতাশ হবেন না । আক্ষেপ করাটা সময়ের অপচয় । ভুল থেকে শিখুন। সামনে  এগিয়ে যান। বর্তমান সময়কে মূল্যায়ন করুন এবং এটার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন

প্রতিদিনই সর্বশক্তিমান (আল্লাহ) আমাদের সাথে নানা উপায়ে কথা বলেন। আমরা যদি সেটা শুনতে না পাই এবং না শোনার ভান করি , তবে বুঝতে হবে, আমাদের আত্নসচেতনতার মাঝে কুলষতা লুকিয়ে আছে। তাই উপদেশ গ্রহন করুন। 

সত্য কথা হচ্ছে , সর্বশক্তিমান ( আল্লাহর) অপার অনুগ্রহ ভোগ আমরা এতটাই ব্যস্ত যে, আল্লাহকে ধন্যবাদ জানানোর সময়টুকুও আমাদের হাতে নেই। সবকিছু ছিনিয়ে নেয়ার আগেই আল্লাহকে ধন্যবাদ জানান উচিত। 

সুখ জীবনের সবকিছু নয়। দুঃখ ও কষ্টকে আলিঙ্গন করুন। কিন্ত সর্বশক্তিমান (আল্লাহকে) একটি মুহূতের জন্যও ভুলে থাকবেন না। আপনারা প্রতিটি ভয়, প্রতিটি স্বপ্ন , প্রতিটি আশার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ সবকিছু শোনেন। 

কোথাও ,কোরআন এবং যেভাবেই হোক না কেন, দুনিয়ার এই জীবনে আমরা আমাদের কঙ্খিত লক্ষ্য হারিয়ে ফেলেছি । আমরা ভুলে গেছি, কেন আমরা এখানে এসেছি? সময় ফুরানো আগেই , আমাদেরকে নতুন করে ভাবতে হবে। 

আমাদের জীবনের অর্জন করা সবকিছু আল্লাহর তরফ থেকে আসা নেয়ামত, সর্বশক্তিমান (আল্লাহ), আমাদেরকে এটা উপলদ্ধি করার তওফিক দান করুন। [ হে আল্লাহ ] ঐসব নেয়ামত ঠিক মতো ব্যবহারের সামর্থ্য আমাদেরকে দান করুন, যাতে করে আমরা আপনার জান্নাত লাভ করতে পারি। 

অনেক ভুল করেছেন  এবং সর্বশক্তিমান (আল্লাহ) আপনাকে সহায়তা করেননি, তাই আপনি নিরাশ হয়ে আছেন? আরে , আপনি কি ভুলে গেছেন, আল্লাহ সবচেয়ে দয়াময় ? এখনই আল্লাহকে ডাকুন। 

অনেকেই ভবিষ্যত নিয়ে অধৈর্য্য, রাগান্বিত ও নিরাশ হয়ে আছেন। এটা উচিত নয়। আমাদের সামনে কি অপেক্ষা করছে , আমরা সেটা জানি না । কেবল সর্বশক্তিমান ( আল্লাহই) সেটা জানেন। তাই আল্লাহর উপর ভরসা করুন।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.