সর্বদা উত্তম কাজই জিবনের সেরা অংশ পর্ব-৩



 সর্বদা উত্তম কাজই জিবনের সেরা অংশ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কি ধরনের ছবি ও পোষ্ট শেয়ার করেন, সে ব্যাপারে যত্নশীল হন। এসব জিনিস আপনার জিবনের চেয়ে বেশিদিন টিকে থাকতে পারে। আপনি কি ধরনের পদচিহ্ন দুনিয়াতে রেখে যেতে চান, সে ব্যাপারে সচেতন হন।

আপনি যদি অপরাধবোধের অতলে আটকা পড়ে থাকেন, তবে জেনে রাখুন, আপনি একা নন। অন্যদিকে, বিচক্ষণ লোকেরা সেখানে আটকে থাকেন না। বরং তারা অনুশোচনা রাস্তায় হাঁটতে থাকেন।

আপনি কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন, যেটা আপনার জিবনকে পুুরোপুরি লন্ডভন্ড করে দিয়েছে। আপনি কঠোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তবে তাই হোক। পরিস্থিতি বদলানোর দায়িত্ব সর্বশক্তিমান (আল্লাহর) হাতে তুলে দিন।

যদিও আপনি নিরাশ, বিমর্ষ, বিভ্রান্ত কিংবা বিধ্বস্থ পরিস্থিতিতেও সর্বদা সর্বশক্তিমান (আল্লাহর) প্রশংসা করে যান। তিনিই আপনাকে উপরে উঠাবেন এবং কেউই আপনাকে নিচে নামাতে পারবে না।

দুনিয়া কর্তৃক প্রতারিত হবেন না। লোক দেখানোর জন্য মঞ্চের উপর দাঁড়িয়ে চিৎকার করে নিজের কৃতিত্ব জাহির করাটা আপনার জিবনের সেরা অংশ নয়। বরং সকলের অজ্ঞাতে মানুষের প্রতি দয়া করার সামান্য কাজই জিবনের সেরা অংশ।


যখন আপনি সর্বশক্তিমান (আল্লাহর) কাছে কিছু চান, তখন হৃদয় উজাড় করে চান। নিরুদ্যম ও শৈথিল্যের সাথে চাইবেন না। আল্লাহ আপনাকে সর্বোত্তম জিনিসই দান করবেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে।

দুনিয়া ও তার বৈষয়িক জিনিস যেন আপনাকে গ্রাস না করে। কারণ  এটা আপনাকে দাম্ভিক করে। মনে রাখবেন, সর্বশক্তিমান (আল্লাহ) চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাই বিনয়ী হন।

অন্তরকে পরিষ্কার রাখুন

আপনি যদি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে যেকোনো সময়ের চেয়ে ঠিক ঐ মুহূর্তে আল্লাহকে আপনার সব থেকে  বেশি প্রয়োজন। কখনো এটা মনে করবেন না, মানুষ আপনার সমস্যার সমাধান করবে। হেদায়তের লাভের জন্য এবং জীবনকে সহজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। 

প্রতিটি কষ্টেরই একটি কারণ রয়েছে। কষ্ট অন্তরকে নরম করে। কষ্ট আপনাকে সর্বশক্তিমান (আল্লাহর) নিকটবর্তী করে। কষ্ট আপনাকে আল্লাহর ঐশ্বরিক নির্দশন দেখতে সহায়তা করে। তাই কষ্টকে মেনে নিন।

যখন ভাববেন পথে চলা বেশ কঠিন, তখন স্বরণ করবেন। সর্বশক্তিমান(আল্লাহ) একটি কারণ রেখেছেন । প্রতিটি পরীক্ষার একটি কারন রেখেছেন। প্রতিটি পরীক্ষার একটি উদ্দেশ্য থাকে। এটা আমাদেরকে স্বস্তি দেয়ার কথা।

সর্বশক্তিমান (আল্লাহ) আমার অন্তর থেকে বোঝা নামিয়ে দিন এবং সেখানে শান্তির পরশ এনে দিন। [ হে আল্লাহ ] নতুন শক্তি ও সাহসের সাথে আগামীকে মোকাবেলা করার তওফিক আমায় দান করুন। 

অতীতে আপনি এমন কাজ করেছেন, যার জন্য গর্ব অনুভব করেন না। এমন ব্যক্তি কেবল আপনি একা নন। তাই নিরাশ হবেন না। নতুন করে শুরু করুন। দোয়া করুন। সর্বশক্তিমান (আল্লাহ) আপনার মুখ থেকে শোনার জন্য অধীর হয়ে বসে আছেন।

আমরা যতই বয়স্ক হই না কেন, কিংবা নিজেদেরকে যতটা চালাক ভাবি না কেন, আমরা সবাই ভুল করি। তবে ভুল চিহিৃত করা এবং তা সংশোধনের চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যদি পরিবর্তন আনতে চান, তবে প্রথম পদক্ষেপটি আপনিই শুরু করুন।  অবশিষ্ট অংশ  সর্বশক্তিমান (আল্লাহর) উপর ছেড়ে দিন। পরিবর্তন হয়তো আজ কিংবা কাল আসবে না , তথাপি জেনে রাখুন , আপনি কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যাবেন। 

তাড়াহুড়া করে মন্তব্য করতে ব্যস্ত হবেন না। অন্যরা কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছে, সেটা সম্পর্কে  আপনারা কোনো ধারণা নেই। তাই অন্তরকে পরিচ্ছন্ন করুন ও জিহ্বাকে সংযত রাখুন । এটাই সত্যিকারের সংগ্রাম। 

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.